ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

অবশেষে জামিন পেলেন দীপ্তি রানী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় দিনাজপুরের পার্বতীপুরের কলেজছাত্রী দীপ্তি রানী দাস জামিন পেয়েছেন। বৃহস্পতিবার এ রায় দেন বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চ্যুয়াল হাই কোর্ট বেঞ্চ।

ওই মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে বিফল হয় দীপ্তি। এ আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে গত বছর হাইকোর্টে আপিল করে দীপ্তি। এর ওপর চূড়ান্ত শুনানি নিয়ে সিদ্ধান্ত দেন হাইকোর্ট।

হাই কোর্ট বলেন, “দেখা যাচ্ছে, আপিলকারী মাইনর গার্ল (অপ্রাপ্তবয়স্ক মেয়ে)। এ দিক বিবেচনায় আপিল মঞ্জুর করা হলো।”

দীপ্তিকে আইনি সহায়তা দিচ্ছে আইন ও সালিশ কেন্দ্র। আদালতে দীপ্তির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জেড আই খান, মো. আসাদুজ্জামান, আনিসুল হাসান ও মো. শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।

আরকে//