মোংলায় ছাত্রলীগ নেতার মাছের ঘের লুট
মোংলা প্রতিনিধি
প্রকাশিত : ০২:১৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
হোগলাবুনিয়ার বৈরাগী ঘের
বাগেরহাটের মোংলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সজিব খাঁনের ৬৪ বিঘার একটি মৎস্য ঘের লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। সুন্দরবন ইউনিয়নের হোগলাবুনিয়া এলাকায় বুধবার (১৬ ফেব্রুয়ারী) দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ঘেরের গৈ ঘর ভাংচুর চালিয়ে তারা প্রায় দুই লাখ টাকার মাছ লুটে নেয়।
এ ঘটনায় লিটন শিকারী ও রফিক মোছাল্লীসহ ৯ জনকে আসামি করে থানায় মামলার আবেদন হয়েছে।
আবেদনের বরাত দিয়ে মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হোগলাবুনিয়ার বৈরাগী ঘের দখল করে মাছ লুট হওয়ার অভিযোগ পেয়েছেন। ঘেরটি উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সজিব খাঁনের। এ ঘটনায় সুন্দরবন ইউনিয়নের বাশতলা, বুড়বুড়িয়া ও হোগলাবুনিয়া গ্রামের লিটন শিকারী, রফিক মোছাল্লী, আনছার হাওলাদার, মনি ফরাজী, এনদাদুল মোছাল্লী, মিরাজ হাওলাদার, মারুফ ফরাজী, বাশার শেখ ও মাহামুদ পালোয়ানের নামে মামলার জন্য থানায় আবেদন হয়েছে।
তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি মনিরুল ইসলাম।
এদিকে রফিক মোছাল্লীর নামে আরও বেশ কয়েকটি মাছের ঘের দখল ও চাঁদাবাজীর কারণে থানায় একাধিক অভিযোগ হয়েছে। এ বিষয়ে রফিক মোছাল্লী বলেন, আপনারা নিউজ করেন, নিউজ করলে ফাঁসি হবে? বলেই ফোন কেটে দেন।
এনএস//