ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

হাবিপ্রবিতে কৃষিবিদ দিবস-২০২২ উদযাপিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার | আপডেট: ১০:২৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কৃষিবিদ দিবস-২০২২ উদযাপিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান এর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।পরবর্তীতে বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ সকল কৃষিবিদের কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কৃষিবিদ দিবস-২০২২ উপলক্ষ্যে বেলা ৩টায় 'বঙ্গবন্ধুর কৃষি দর্শন ও বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন' শীর্ষক ভার্চুয়াল আলোচনা আয়োজন করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে উপস্থিত থেকে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্তছিলেন উপাচার্য অধ্যাপক . এমকামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদর এবং এতে সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. রওশন আরা। অনুষ্ঠানটিতে সঞ্চালনা করেন সহকারী প্রক্টর অধ্যাপক ড মো: ইয়াসিন প্রধান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন 'কৃষিবিদ দিবস২০২২ উদযাপন' কমিটির সদস্য সচিব এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের 

পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ তিনি তার বক্তব্যে ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি জাতির পিতা কর্তৃক কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা প্রদানের সময়ের বিস্তারিত পটভূমি তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যের শুরুতে উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন, বঙ্গবন্ধু দেশ পুনর্গঠনের প্রথম পদক্ষেপ হিসেবেগিয়েছিলেন কৃষকের  কাছে।

বঙ্গবন্ধু গভীর চিত্তে উপলব্ধি করতেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন কৃষি ও কৃষকের সামগ্রিক উন্নতি।এজন্য ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা প্রদান করেছিলে।

আলোচনা সভায় শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ জুম অ্যাপের মাধ্যমে যুক্ত ছিলেন।
কেআই//