ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২০ ১৪৩১

প্রয়োজনে ইউক্রেনে আরো সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র: জেন সাকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২ শনিবার | আপডেট: ১০:০৬ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় প্রয়োজনে ইউক্রেনে আরো সেনা সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। এই তথ্য দিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি।

তিনি বলেছেন, “প্রেসিডেন্ট জো বাইডেন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন।” তিনি ইউক্রেন সংকট নিয়ে জি-সেভেন নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন বলেও জানান সাকি।

তিনি বলেন, “রাশিয়ার সম্ভ্যাব্য সাইবার হামলা প্রতিরোধে প্রেসিডেন্টের নির্দেশনায় প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া রাশিয়াকে নিবৃত্ত করতে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রস্তুতিও নেয়া হয়েছে।”

হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। 

কিয়েভ সরকার দাবি করছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে টানা দুই দিন ধরে ইউক্রেনের সরকারি বাহিনী ও রুশপন্থী বিদ্রোহীরা পরস্পরের ওপর গোলাবর্ষণ করে যাচ্ছে। উত্তেজনা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আশঙ্কা করছে, ইউক্রেন আক্রমণের অযুহাত হতে পারে এটি। তবে রাশিয়া পশ্চিমাদের এমন অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা ইউক্রেন আক্রমণের সর্বাত্মক পরিকল্পনা করছে না।
সূত্র: পার্সটুডে
এসএ/