ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

২২ ফেব্রুয়ারি থেকে জাবিতে সশরীরে ক্লাস

জাবি প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৯ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২২ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস গ্রহণ শুরু হতে যাচ্ছে। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে আগামী ২২ ফেব্রুয়ারি ২০২২ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে (উইকেন্ড প্রোগ্রামসহ) সশরীরে ক্লাস শুরু হবে। এছাড়াও বিশ্বদ্যিালয়ের অফিস সময়সূচি পূর্বের ন্যায় সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত খোলা থাকবে। 

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে পারস্পরিক সুরক্ষা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে। 

উল্লেখ্য, দেশব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় গত ৯ জানুয়ারি থেকে সশরীরে ক্লাস বন্ধ রাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এএইচ/