ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

আফগানিস্তান সিরিজে থাকছে ‘ডিআরএস’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

আফগান ক্রিকেট দলের সদস্যরা

আফগান ক্রিকেট দলের সদস্যরা

বিপিএলে না থাকলেও সফরকারী আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের দুই সিরিজেই থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (২০ ফেব্রুয়ারি) সিরিজের স্পন্সরশিপ ঘোষণার অনুষ্ঠানে ডিআরএস থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই ব্যবহার করা হবে ক্রিকেটের অত্যাধুনিক এই প্রযুক্তি।

মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘হ্যাঁ, ডিআরএস নিয়ে সিদ্ধান্ত হয়েছে। বিপিএলের শেষাংশ থেকেই ডিআরএস থাকার কথা ছিল। আমাদের যন্ত্রাংশ সব ছিল, তবে যারা ডিআরএস পরিচালনা করেন তারা উপস্থিত হতে পারেননি। তবে আফগানিস্তান সিরিজে সবাই চলে আসবেন এবং চট্টগ্রাম (ওয়ানডে সিরিজ) থেকেই ডিআরএসের ব্যবহার দেখা যাবে।’

ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। যেহেতু ওয়ানডে ম্যাচগুলো আইসিসি সুপার লিগের অংশ, তাই এই সিরিজে ডিআরএসের ব্যবহার অত্যন্ত জরুরী।

এদিন দুপুরে আরও জানানো হয়, বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ইস্পাহানী। সঙ্গে থাকছে ওয়ালটনও। তাই সিরিজের নাম হবে- ইস্পাহানী বাংলাদেশ বনাম আফগানিস্তান ক্রিকেট সিরিজ ২০২২, পাওয়ার্ড বাই ওয়ালটন।

এদিকে, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ উপলক্ষ্যে ইতোমধ্যে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ দল।

তবে দলের সঙ্গে যোগ দেননি বিপিএল ফাইনালে খেলা ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুস্তাফিজ। তারা সোমবার দলের সঙ্গে যোগ দিতে পারেন বলেই জানা গেছে।

এই দুজন ছাড়াও আফগান সিরিজের জন্য দলের সঙ্গে রাসেল ডমিঙ্গো যোগ দিলেও চট্টগ্রাম যাননি বাংলাদেশ দলের নতুন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। মূলত বাংলাদেশে পা রাখার পরপরই বিপিএলে ক্রিকেটারদের পরখ করে নিতে কাছ থেকেই পর্যবেক্ষণ করছিলেন বাংলাদেশ দলের নতুন এই ব্যাটিং কোচ।

গত শনিবার কোভিড পরীক্ষা করানো হলে ‘পজিটিভ’ আসে সিডন্সের। যে কারণে দলের সঙ্গে যেতে পারেননি তিনি। কোভিড থেকে সেরে না ওঠায় এখনো আইসোলেশনেই রয়েছেন এই অস্ত্রেলিয়।

একনজরে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি-

এনএস//