ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

এফএসআইবির ‘ব্যবহারিক ব্যাংকিং শব্দ কোষ’ বইয়ের মোড়ক উন্মোচন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

ভাষার মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) ‘ব্যবহারিক ব্যাংকিং শব্দ কোষ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী বইটির মোড়ক উন্মোচন করেন। 

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবদুল আজিজ ও মোঃ মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মোঃ জহুরুল হক ও মোঃ মাসুদুর রহমান শাহ, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল এ. কে. এম আমজাদ হোসাইন, শরীয়াহ কাউন্সিলের সদস্য সচিব মওলানা এম, শামাউন আলীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

পরে অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। 

বইটি ব্যাংকারদের কর্মক্ষেত্রে এবং গ্রাহকদের আধুনিক, নতুন ও সৃজনশীল ব্যাংকিং সেবা প্রদানে যেমন সহযোগিতা করবে, তেমনি ব্যাংকিং বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জ্ঞান অর্জনেও অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। বইটিতে ক্ষুদ্র পরিসরে প্রথাগত ব্যাংকিং এর পাশাপাশি ইসলামী ধারার ব্যাংকিং এর বিভিন্ন পরিভাষাও সন্নিবেশিত  করা হয়েছে। যার ফলে ব্যাংকিং-এর উপর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, পেশা জীবনে পদোন্নতি ও ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় সফলতা লাভে মাতৃভাষায় সহজ করে রচিত এই অভিধানটি অত্যন্ত কার্যকরী হবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং স্বাধীনতার ৫০ বছরপূর্তি ও মুজিব শতবর্ষ উপলক্ষে এ বছর ব্যাংকটি উক্ত “ব্যবহারিক ব্যাংকিং শব্দকোষ” বইটি আরো বিস্তৃত ও পরিমার্জিত আকারে প্রকাশ করতে যাচ্ছে। 

এনএস//