ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

আত্রাইয়ে ট্রাক চাপায় গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার | আপডেট: ০৪:৩২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

নওগাঁর আত্রাইয়ে ট্রাক চাপায় রিপন হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে আত্রাই উপজেলার মস্কিপুর পাগলা মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিপন হোসেন আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের লালপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সোমবার বেলা ১১টার দিকে রিপন হোসেন আত্রাই উপজেলা সদর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি লালপাড়া গ্রামে ফিরছিলেন। এসময় মস্কিপুর পাগলা মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে রিপন ছিটকে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ট্রাকের চালক ও চালকের সহযোগী পালিয়ে গেছে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

এনএস//