ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

টি-টোয়েন্টি দল ঘোষণা, ডাক পেলেন মুনিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার | আপডেট: ০৮:৪৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

মুনিম শাহরিয়ার

মুনিম শাহরিয়ার

সফররত আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে নতুন মুখ দুই জন। এছাড়া দলে ফিরেছেন মুশফিকুর রহিম। 

সদ্য সমাপ্ত বিপিএলের অষ্টম আসরে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকার পুরস্কার পেলেন মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলী চৌধুরী। ইয়াসির ইতিপূর্বে তিনটি টেস্ট খেললেও এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন মুনিম। ইয়াসির পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজের স্কোয়াডে ছিলেন। তবে কখনও টি-টোয়েন্টি খেলা হয়নি তারও।

এদিকে, ঘোষিত এই দলে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের। বিপিএলে রান খরায় ভুগেছেন এই হার্ডহিটার তারকা। তার জায়গায় দলে ফিরেছেন মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম।

এছাড়া সর্বশেষ সিরিজের দলে ছিলেন কিন্তু এবারের ১৪ সদস্যের দলে জায়গা হয়নি এমন ক্রিকেটার হলেন- সাইফ হাসান, নাজমুল হোসাইন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামীম হোসাইন পাটোয়ারি ও আকবর আলী।

এছাড়া পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচের স্কোয়াডে ডাক পাওয়া পারভেজ হোসাইন ইমন ও কামরুল ইসলাম রাব্বিও জায়গা পাননি এবারের দলে। তবে যথারীতি অধিনায়ক হিসেবে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টি-টোয়েন্টি ম্যাচ। আগামী ৩ ও ৫ মার্চ দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

একনজরে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন ধ্রুব, শেখ মাহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও নাঈম শেখ।

এনএস//