অর্ধকোটির অধিক মূল্যমানের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিতপুর এলাকা থেকে সোমবার সকালে ৫২ লাখ ৮৭ হাজার টাকা মূল্যমানের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে ৫০ বিজিবি।
৫০ বিজিবি অধিনায়ক লে কর্ণেল মোস্তাফিজুর রহমান পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি দল সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবি দল নিশ্চিতপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান টের পেয়ে পাচারকারীরা মূর্তি ফেলে পালিয়ে যায় এবং উম্মুক্ত স্থান থেকে ৫২ দশমিক ৮৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূতির্টি উদ্ধার করা হয়।
মিজানুর রহমান জানান, প্রাথমিক ভাবে মূর্তিটির সরকারি মূল্য ৫২ লাখ ৮৭ হাজার টাকা ধরা হয়েছে।
আরকে//