ফ্রান্সের তুলুজে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
ফয়সাল আহাম্মেদ দ্বীপ, তুলুজ, ফ্রান্স
প্রকাশিত : ১০:৫৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
ফ্রান্সের প্রথম নির্মিত স্থায়ী শহীদ মিনারে যথাযথ ভাবগম্ভীর্য ও শ্রদ্ধার সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।
বাংলাদেশি কমিউনিটি এ্যাসোসিয়েশন তুলুজের উদ্যোগে দক্ষিণ ফ্রান্সের পিংক সিটি তুলুজে নির্মিত ফ্রান্সের প্রথম স্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানে ভাষা শহীদদের স্মৃতিচারণ ও ভাষার ইতিহাস ঐতিহ্য ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, ফখরুল আকম কাইয়ূম, প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় মেরীর ডিপুটি মেয়র ক্লেমো রিগে।
এছাড়াও বক্তব্য রাখেন সহ সভাপতি ফারুক হোসেন, কোষাধ্যক্ষ তাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাকের চৌধুরী, আমিনুর রহমান সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, তুলুজে নির্মিত এই শহীদ মিনার প্রজন্ম থেকে প্রজন্ম বাংলা ভাষার জন্য আত্মদানকারীদের স্বরণ রাখবে এবং প্রবাসে বাংলা ভাষার মর্যাদা আরো বৃদ্ধি করবে।
পরে প্রধান অতিথির পুষ্পমাল্য অর্পনের পর একে সবাই শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসি