ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

সঙ্গীকে না জানিয়ে ঋণ নিচ্ছেন? ভাঙ্গতে পারে সম্পর্ক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৪ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

যদি সত্যিই সঙ্গীকে ভালবাসেন, তাহলে তার কাছে কোনও কিছুই গোপন রাখা উচিত হবে না। এতে বিশ্বাস নষ্ট হওয়ার পাশাপাশি সম্পর্কে তিক্ততা তৈরি হতে পারে। এমনকী, বিচ্ছেদও হতে পারে। ভাবছেন এ আবার নতুন কথা কি, এতো সবার জানা। কিন্তু নতুন সমীক্ষা বলছে, যদি কারও থেকে টাকা ধার করেন বা ব্য়াংক থেকে লোন নিয়ে সে কথা সঙ্গীর কাছে গোপন রাখেন, তাহলেও নাকি সম্পর্কে পড়তে পারে ছেদ!

সম্প্রতি এক মার্কিন ব্যাংকের করা সমীক্ষাতেই বেরিয়ে এসেছে এমন অবাক করা তথ্য। ব্যাংক তাদের আর্থিক লেনদেনের খতিয়ান হিসেব করে দেখেছে বহু দম্পতিদেরই বিবাহবিচ্ছেদ ঘটেছে লোন নেওয়ার পরে। আর সেক্ষেত্রে কারণ হিসেবে দেখা গিয়েছে, একে অপরের কাছে তথ্য গোপন রাখা। 

সমীক্ষায় এসেছে, বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের তুলনায় টাকা ধার করা বা ঋণ নেওয়ার বিষয়টি গোপন রাখেন নারীরা।

বিশেষজ্ঞরা বলছেন, যে কোনও সম্পর্কেই অর্থনৈতিক অবস্থান অত্যন্ত জরুরী। অর্থাৎ, সঙ্গীর সঙ্গে যদি খোলাখুলিভাবে আর্থিক পরিস্থিতি নিয়ে কথা বলা হয়, তাহলে দুজনের মধ্যে নিরাপত্তা ও বিশ্বাসের জায়গা তৈরি হয়। 

মনোবিদদের মতে, এই বিষয়টিই গোপন রাখলে, প্রথমে বিশ্বাসে আঘাত লাগে, যার ফল বিচ্ছেদ।

বিশেষজ্ঞরা আরও বলেন, এর থেকে বাঁচতে লোন বা ধার নিলে, অবশ্যই সঙ্গীর সঙ্গে আলোচনা করুন। প্রয়োজনে সাহায্য নিন। দেখবেন, এতে সম্পর্কের গভীরতা আরও বাড়বে।

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম/