ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বেকা’র বিশেষ সন্মাননা পদক পাচ্ছেন ৩ সাবেক ক্যাডেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

২০২১ সালের করোনা মহামারীকালে মহত কাজের জন্য ৩ সাবেক ক্যাডেটকে ‘বিশেষ সন্মাননা পদক’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেকা’র জাতীয় নির্বাহী পরিষদ।

সম্প্রতি রাওয়া ক্লাবে অনুষ্ঠিত ৯ম মাসিক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

করোনা মহামারী পরিস্থিতিতে সাধারণ মানুষের খোঁজ-খবর নেওয়া এবং কর্মহীন মানুষদের সহযোগিতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ খানসহ তিন সাবেক ক্যাডেটকে এই বিশেষ সন্মাননা পদক প্রদানের জন্য মনোনীত করা হয়েছে।

২০২০-২০২১ সালের বৈশ্বিক করোনা মহামারিতে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন নিয়ে সাধারণ মানুষকে সহযোগীতা ছাড়াও নিজ উদ্যোগে ‘শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন’ থেকে রাজধানীতে বিপুল সংখ্যক কর্মহীন মানুষকে খাদ্য সামগ্রী প্রদান এবং কুড়িগ্রামের চিলমারিতে তৃনমূল শীর্তাত মানুষকে শীতবস্ত্র বিতরণ এই ভালো কাজের মূল্যায়ন হিসাবে মোহাম্মদ মাসুদ খানকে বিশেষ সন্মাননা পদক প্রদান করার সিদ্ধান্ত হয়েছে।

তিনি ছাড়াও দিনাজপুরের এক্স-ক্যাডেট হাজী মোঃ আসাদুজ্জামান সাগর ও কুমিল্লার এক্স-ক্যাডেট সার্জেন্ট মিজানুর রহমানকে বিশেষ সন্মাননা পদক প্রদানে মনোনীত করা হয়।ে

আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় রাওয়া ক্লাবে বেকা’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই ৩ জনকে সন্মাননা পদক প্রদান করা হবে।

এএইচ/