ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

রত্নগর্ভা মা নির্মলা রানীর প্রথম মৃত্যুবার্ষিকী শনিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফরিদপুরের রত্নগর্ভা মা নির্মলা রানী রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী ২৬ ফেব্রুয়ারি শনিবার। ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগে গত বছরের এই দিনে ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসভবনে পরলোক গমন করেন তিনি।

সমবায় বিভাগের রাজশাহী অঞ্চলের অবসরপ্রাপ্ত উপ-নিবন্ধক (বিচার) বীর মুক্তিযোদ্ধা অর্দ্ধেন্দু শেখর রায়ের স্ত্রী নির্মলা রানী রায় ২০১৯ ও ২০২০ সালে পর পর দুবার রত্নগর্ভা মা মনোনীত হন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের ৫০ বছর পূর্তিতে ফরিদপুর জেলা খেলাঘর তাকে দিয়েছে মরণোত্তর সম্মাননা পদক।

প্রয়াত নির্মলা রানী রায়ের ছয় ছেলের মধ্যে দুজনই ফরিদপুর জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)। তারা হচ্ছেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট অনিমেষ রায় ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট অলোকেশ রায়। শিক্ষকতা পেশায় যুক্ত অপরেশ রায় অপু ফরিদপুর সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের অধ্যক্ষ-পরিচালক। 

অন্য তিন ছেলে সাংবাদিকতা পেশায় কর্মরত। তারা হচ্ছেন, দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার অমরেশ রায়, একুশে টেলিভিশনের বার্তা সম্পাদক অশোকেশ রায় এবং দৈনিক জনকণ্ঠের ফরিদপুর জেলার নিজস্ব সংবাদদাতা অভিজিৎ রায়।

পারিবারিক সূত্র জানায়, প্রয়াত নির্মলা রানী রায়ের বাৎসরিক শ্রাদ্ধ পালনে শনিবার (২৬ ফেব্রুয়ারি) ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসভবনে পূজাসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান ও শহরের শ্রীধাম শ্রীঅঙ্গনে ভোগরাগ অনুষ্ঠিত হবে।

এএইচ/