মৃত্যু ছাড়ালো ২৯ হাজার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:১২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৫:২৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছে। এ নিয়ে দেশে কোভিডে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ছাড়িয়ে গেল।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানা যায়।
অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় কোভিডে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৫১৬ জন।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) অধিদফতর এক হাজার ২৯৮ জন শনাক্ত রোগী ও ৫ জনের মৃত্যুর কথা জানিয়েছিল। বুধবার শনাক্তের হার ছিল পাঁচ দশমিক ৫৮ শতাংশ। আজ শনাক্তের হার পাঁচ দশমিক ৫৩ শতাংশ বলে জানিয়েছে অধিদফতর।
অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া এক হাজার ৫১৬ জনকে নিয়ে দেশে এখনও পর্যন্ত মোট করোনা শনাক্ত হলেন ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জন।
সরকারি হিসাবে এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৪৫৯ জন। তাদের নিয়ে এই পর্যন্ত ১৭ লাখ ৮৬ হাজার ১৪৬ জন সুস্থ হয়ে উঠলেন।
দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৩ লাখ ১১ হাজার ২১৯টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৯ লাখ ২০ হাজার ৫৩২টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪৩ লাখ ৯০ হাজার ৬৮৭টি।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে পুরুষ আট জন, আর নারী দুই জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫২৩ জন, আর নারী ১০ হাজার ৪৮২ জন।
এসি