ইউক্রেন সঙ্কটে পুতিনকে মোদির ফোন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৯ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার | আপডেট: ১০:২৪ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়া এবং ন্যাটো গোষ্ঠীর মধ্যে যে মতভেদ তৈরি হয়েছে, তা কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দূর করা সম্ভব, পুতিনকে সেই বার্তাও দিয়েছেন মোদি।
এর পাশাপাশি দ্রুত এই সংঘাত বন্ধেরও অনুরোধ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
এ সময় দুই দেশের কূটনীতিকরা নিয়মিত নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চলবে, এ বিষয়ে সহমত পোষণ করেছেন ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদি।
যেহেতু ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভাল, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাতে সামরিক হানা বন্ধ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে অনুরোধ করেন, মোদিকে সেই অনুরোধই করেছিলেন ইউক্রেনের ভারতীয় রাষ্ট্রদূত।
এর আগে বিভিন্ন সময় আক্রমণের পরিকল্পনা নেই বললেও শেষ পর্যন্ত রাশিয়া তার কথা রাখেনি। হামলা করেছে ইউক্রেণে। এর তীব্র বিরোধিতা করেছে আমেরিকাসহ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো।
এসবি/