ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ব্যর্থতার গ্লানি নিয়ে মাঠ ছাড়লেন তামিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

বাংলাদেশ দলের টপঅর্ডারের ব্যর্থতা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। কোচ ডমিঙ্গো ও নির্বাচকরা রয়েছেন চিন্তায়। প্রথম ম্যাচে টপঅর্ডারের ভয়াবহ ব্যর্থতার পরও তাদের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজম্যান্ট। পূর্বের ম্যাচে দুর্দান্ত জয়ের কারণেই ভাঙেনি উইনিং কম্বিনেশন।

তবে দ্বিতীয় ম্যাচে শুরুটা ভালো করলেও আস্থার প্রতিদান দিতে পারেননি অধিনায়ক তামিম ইকবাল। আউট হয়ে গেলেন মাত্র ১২ রানেই। প্রথম ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটারদের ত্রাস ফজল হক ফারুকির হাতে নিজেকে তুলে দিয়ে ব্যর্থতার গ্লানি নিয়ে মাঠ ছাড়লেন তিনি। 

ওভারের দ্বিতীয় বলে তামিমকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ফারুকি। 

২৪ বল খেলে ২ বাউন্ডারিতে ১২ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। তার জায়গায় ব্যাট হাতে নেমেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি নেমেই চার হাঁকালেন।

খেলার এই পর্যায়ে বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৩ রান।
এসএ/