ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সবাই ভীত, একাই লড়ছি রাশিয়ার বিরুদ্ধে: জেলেনস্কি

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

রাশিয়াকে হামলা বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি ইউক্রেইনকে সাহায্য করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আবেদন জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

কিয়েভের স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৭টায় নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও ভাষণে জেলেনস্কি এ আবেদন জানান বলে জানিয়েছে বিবিসি।

তিনি বলেন, “এই সকালে আমরা আমাদের দেশকে একাই রক্ষা করে চলেছি। গতকালের মতোই, বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীগুলো দূর থেকে তা প্রত্যক্ষ করছে।

“গতকালের নিষেধাজ্ঞায় কি রাশিয়া প্রভাবিত হয়েছে? আমরা আমাদের আকাশে যে শব্দ শুনছি ও ভূমিতে যা দেখছি তাতে এটা যথেষ্ট নয়।”

মস্কোর উদ্দেশ্যে তিনি বলেন, “কীভাবে শত্রুতা শেষ করা যায় তা নিয়ে এবং এই আক্রমণ বন্ধের বিষয়ে আগে হোক পরে হোক রাশিয়াকে আমাদের সঙ্গে কথা বলতে হবে। যত আগে আলাপ শুরু করা যাবে রাশিয়ার ক্ষতি ততই কম হবে।

“আক্রমণ বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের দেশকে রক্ষা করে যাবো।”

শুক্রবার ভোরের আগে থেকে বহুবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

তিনি জানান, ভোর ৪টা থেকে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক এলাকায়ও হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

এর আগে রাশিয়া জানিয়েছিল, তারা বেসামরিক এলাকাকে ক্ষেপণাস্ত্রের লক্ষ্যস্থল করছে না।

কিন্তু এদিন সকালে কিয়েভে বেশ কিছু বড় ধরনের বিস্ফোরণ ঘটে, তারমধ্যে একটি আবাসিক ভবনে আঘাত হানা ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণও ছিল বলে জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার রাতে জেলেনস্কি জানিয়েছিলেন, রাজধানী কিয়েভের ওপর আক্রমণ জোরদার করা হচ্ছে। তারপরেও রাজধানী ছাড়ার কোনো ইচ্ছা নেই বলেও জানান তিনি। 

এসবি/