চেরনোবিলকে রক্ষা করেছি: রাশিয়া
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:০৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, চেরনোবিলের পারমাণবিক কেন্দ্রটি রক্ষা করার জন্য তাদের সৈন্যরা সেটি নিয়ন্ত্রণে নিয়েছে।
তারা বলছে এর কারণ জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো এবং অন্য সন্ত্রাসী সংগঠনগুলো দেশের পরিস্থিতির সুযোগ নিয়ে যেন পারমাণবিক উস্কানির পরিস্থিতি তৈরি করতে না পারে।
রাশিয়া আরও জানিয়েছে, পারমাণবিক কেন্দ্রের আশেপাশে তেজষ্ক্রিয়তা বিকিরণের হার খুবই স্বাভাবিক এবং তাদের কর্মীরা পরিস্থিতি তদারক করছে।
বৃহস্পতিবার এই পারমাণবিক কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রাশিয়ার সৈন্যরা।
বিবৃতিতে রাশিয়া আরও দাবি করেছে, তারা যুদ্ধে জয় লাভ করছে। তাদের সৈন্যরা দোনেৎস্ক এবং লুহানস্কের দিকে এগিয়ে যাচ্ছে।
এ পর্যন্ত ১৫০ জনের বেশি ইউক্রেনের সৈন্য আত্মসমপর্ণ করেছে এবং অসংখ্য সামরিক স্থাপনা, অস্ত্র ও যানবাহন ধ্বংস করা হয়েছে।
তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনী এর আগে একটি ফেসবুক পোস্টে দাবি করেছে যে, তারা দোনেৎস্ক এবং লুহানস্কে নিজেদের অবস্থান ধরে রেখেছে এবং রাশিয়ার সৈন্যরা হামলা করে সফলতা পায়নি। বরং তাদের নিজেদের এলাকায় হটিয়ে দেয়া হয়েছে।
তবে কোন পক্ষের দাবিই নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানায় বিবিসি।
এসি