ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বইমেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১২:৫১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২ রবিবার | আপডেট: ০২:৫৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

অমর একুশে বইমেলার সময়সীমা ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনাভাইরাস মহামারীর মধ্যে দেরিতে শুরু হলেও এক মাসই চলবে এবারের একুশের বইমেলা।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।

এমনিতে ফেব্রুয়ারির প্রথম দিন অমর একুশে বইমেলা শুরু হলেও করোনাভাইরাস সংক্রমণের হার বেশি থাকায় এবারে তা পিছিয়ে যায়।

১৫ ফেব্রুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বইমেলার ৩৮তম আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় সিদ্ধান্ত ছিল, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের মেলা।

তবে সংক্রমণের হার কমে আসায় মেলা পুরো একমাসই চালানোর দাবি জানাচ্ছিলেন প্রকাশকরা। বাংলা একাডেমি কর্তৃপক্ষও একই ইচ্ছা প্রকাশ করেছিল।

একুশের বই মেলা যে শুধু বইয়ের মেলা নয়, সকলের মিলনমেলা, সে দিক বিবেচনায় উদ্বোধনী অনুষ্ঠানে মেলার সময়ের ব্যপ্তি বাড়ানোর কথা বলেছিলেন সরকার প্রধানও।

এসবি/