ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

হিজাব মামলাকারীকে টুকরো টুকরো করার হুমকি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

হুমকি দিয়ে বিতর্কে নাম জড়ালেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেত্রী পূজা

হুমকি দিয়ে বিতর্কে নাম জড়ালেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেত্রী পূজা

কিছুতেই যেন থামছে না ভারতের হিজাব বিতর্ক। এবার এই ইস্যুতে হত্যার হুমকি দিয়ে বিতর্কে নাম জড়ালেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) এক নেত্রী। 

সম্প্রতি ভাইরাল হয়েছে তাঁর একটি ভিডিও। সেই ভিডিওতে এবিভিপি নেত্রীকে বলতে শোনা যায়, যে ছ’জন হিজাবের পক্ষে প্রশ্ন তুলে আদালতে আবেদন করেছেন, তাদেরকে কুচিকুচি করে কেটে ফেলা হবে।

ভারতীয় সংবাদ মাধ্যমের তরফে জানা গেছে, বিতর্কিত মন্তব্য করা এই নেত্রীর নাম পূজা। তিনি বলেন, ‘জল চাইলে ভারতীয়রা জুস দেবে। আপনি যদি দুধ চান, আমরা আপনাকে দই দেব। কিন্তু ভারতে আপনি যদি চান যে সবাই হিজাব পরবে, আমরা শিবাজীর তলোয়ার নিয়ে তোমাকে টুকরো টুকরো করে দেব।’

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে হিজাব পরিহিত কিছু মুসলিম মেয়েকে কর্নাটকের উদুপির একটি সরকারি কলেজে প্রবেশে বাধা দেয়া হয়। পরবর্তীতে রাজ্যটির একাধিক কলেজেও একইরকম নিষেধাজ্ঞা জারি করা হয়। 

এরপর কয়েকদিনের মধ্যেই সেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। উত্তপ্ত হয়ে ওঠে উদুপির মহাত্মা গান্ধী মেমোরিয়াল কলেজ ক্যাম্পাস। গেরুয়া স্কার্ফ ও পাগড়ি পরে কলেজের বাইরে জড়ো হন একদল পড়ুয়া। ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন তাঁরা। 

হিজাব পরা ছাত্রীদের দাবি, অধ্যক্ষ ক্লাসে ঢুকতে দেননি। একাধিক কলেজেও একইরকম পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভ, পালটা বিক্ষোভ হয়। তারইমধ্যে একগুচ্ছ আবেদন দায়ের হয় কর্নাটকের হাইকোর্টে। মামলাটি এখন বিচারাধীন। 

হিজাব ইস্যু নিয়ে ভারতে রাজনৈতিক তর্ক-বিতর্কও চরমে। ভোটমুখী উত্তরপ্রদেশে হিজাব ইস্যু তুলে একে অপরকে তোপ দেগেছেন শাসক ও বিরোধী দলের নেতা-কর্মীরা। 

এদিকে কর্নাটকে হিজাব বিতর্কের পরিপ্রেক্ষিতে কর্নাটক হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ এবং রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, হিজাব ও গেরুয়া শাল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে রাজ্যটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। সূত্র- হিন্দুস্তান টাইমস।

এনএস//