পরবর্তী ২৪ ঘণ্টা গুরুত্বপূর্ণ: ইউক্রেন প্রেসিডেন্ট
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩৬ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার | আপডেট: ০৮:৩৮ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
পরবর্তী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ সময় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশজুড়ে রুশ সেনা অভিযান এবং এই বিষয়ে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের আভাস পাওয়ার পর এমন কথা জানান তিনি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে এক টেলিফোন আলাপে এমন মনোভাবের কথা জানান জেলেনস্কি।
ফোনালাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রুশ আগ্রাসনের সময় জেলেনস্কির নেতৃত্বের প্রশংসা করেন বলে জানিয়েছেন ব্রিটিশ সরকারের এক মুখপাত্র।
জনসন জানান, যুক্তরাজ্য এবং তাদের মিত্রদের কাছ থেকে ইউক্রেনে প্রতিরক্ষা সহায়তা পাঠানো নিশ্চিত করতে সর্বোচ্চ সহায়তা করা হবে। এছাড়াও দুই নেতা নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে একমত হয়েছেন।
এদিকে রোববার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস আশঙ্কা প্রকাশ করেছেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাত কয়েক বছর ধরে চলতে পারে। এমনকি এই যুদ্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পতন ডেকে আনতে পারে বলে সতর্ক করেন তিনি।
সূত্র: বিবিসি
এসবি/