ঢাকা, রবিবার   ২২ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৭ ১৪৩১

চীন-ভারতের ভোট ছাড়াই বসছে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১১:১৯ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইউক্রেনে রুশ হামলা ইস্যুতে রাশিয়াকে একঘরে করতে কূটনৈতিক পদক্ষেপ জোরদার করছে পশ্চিমা মিত্ররা। এর অংশ হিসেবে জাতিসংঘের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের বিরল জরুরি বিশেষ অধিবেশন আহ্বান করে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। আজ সোমবার বিশেষ অধিবেশনটি অনুষ্ঠিত হবে।

ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা করতে জাতিসংঘের বিশেষ সাধারণ সভা ডাকার লক্ষ্যে গতকাল রোববার নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনা হয়। সে প্রস্তাবে ভোট দেয়নি ভারত, চীন ও সংযুক্ত আরব আমিরাত। এ ধরনের বিশেষ সাধারণ সভা জাতিসংঘের ইতিহাসে বিরল। এর আগে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান দখল করেছিল, তখন এ ধরনের বিশেষ সাধারণ সভার ডাক দেওয়া হয়েছিল।

স্থায়ী-অস্থায়ী মোট ১৫ সদস্য রাষ্ট্রের নিরাপত্তা পরিষদের ১১ সদস্য বিশেষ সাধারণ সভা ডাকার প্রস্তাবে সায় দিয়েছে। ভারত, চীন ও সংযুক্ত আরব আমিরাত এ ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি।

আর, রাশিয়া স্বভাবতই এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। তবে, এ ধরনের ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সদস্য ‘ভেটো’ দিতে পারে না। এ কারণে ১১-১ ব্যবধানে প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে গৃহীত হয়।

এর আগে রাশিয়ার ‘আগ্রাসনের’ নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের আনা প্রস্তাবে ভোটদানে বিরত থাকে ভারত, চীন ও সংযুক্ত আরব আমিরাত। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে জাতিসংঘে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। এরপরও ভারত ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে গেল না।

এসবি/