নতুন ইসিকে বরণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৮ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
কর্মস্থলে যোগ দিলেন নবনিয়োগপ্রাপ্ত সিইসি কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার। তাদেরকে বরণ করে নিয়েছেন কর্মকর্তারা।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) ১০টার দিকে পুরো কমিশন ইসি সচিবালয়ে গেলে সচিবসহ সব কর্মকর্তা নির্বাচন ভবনের নিচে তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
নির্বাচন কমিশনাররা নির্বাচন ভবনে গিয়ে প্রথমে সকল কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে নিজ নিজ দপ্তরে প্রবেশ করেন তারা।
গত ১৪ ফেব্রুয়ারি কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের বিদায়ের পর ২৬ ফেব্রুয়ারি নতুন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি। পাঁচ সদস্যের কমিশন শপথ নেয় ২৭ ফেব্রুয়ারি। এ হিসেবে প্রথমবারের মতো ১২ দিন ফাঁকা থাকে পুরো কমিশন। এদিক থেকে বর্তমান কমিশনের মেয়াদ পূর্তি হবে ২০২৭ সালের ২৬ ফেব্রুয়ারি।
নিয়োগপ্রাপ্ত অন্য নির্বাচন কমিশনাররা হলেন-অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।
এসএ/