রাশিয়ার গোলায় ইউক্রেনের ৭০ সেনা নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:১০ পিএম, ১ মার্চ ২০২২ মঙ্গলবার | আপডেট: ১২:২৭ পিএম, ১ মার্চ ২০২২ মঙ্গলবার
ছবি: রয়টার্স
রাশিয়ার কামান হামলায় ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ওখতিরকাতে কমপক্ষে ৭০ জন সেনা নিহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তার বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।
সুমি অঞ্চলের রাষ্ট্রীয় প্রশাসনের প্রধান দিমিত্রো জাইভিটস্কি বলেছেন, “হামলায় ইউক্রেনের একটি সামরিক ইউনিট ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধারের জন্য কাজ করছে।”
জাইভিটস্কি টেলিগ্রামে পোস্ট করেছেন, “অনেক লোক মারা গেছে। বর্তমানে ৭০ জন মৃত ইউক্রেনীয় সৈন্যের জন্য শেষকৃত্যের ব্যবস্থা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “তবে শত্রুও তার প্রাপ্য ফল ভোগ করেছে। শহরে অসংখ্য রাশিয়ান সৈন্যের মরদেহ পড়ে রয়েছে। সেগুলো রেড ক্রসকে হস্তান্তর করা হচ্ছে।”
এদিকে রাজধানী কিয়েভ এবং দেশের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে ফের হামলা শুরুর কথা জানিয়েছে ইউক্রেন। দেশটির দাবি, প্রতিবেশী দেশ বেলারুশের সীমান্তে মস্কো-কিয়েভ আলোচনা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই শহর দু’টিতে হামলা শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী।
এসএ/