ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বিশ্বে কোভিড সংক্রমণ কমলেও মৃত্যু বেড়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১ পিএম, ১ মার্চ ২০২২ মঙ্গলবার

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও বৃদ্ধি পেয়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হন ৯ লাখ ৭১ হাজার ২১১ জন। এ সময়ে মারা গেছেন আরও ৫ হাজার ৩৮৪ জন।

মঙ্গলবার (১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার-এর সবশেষ তথ্যে এ চিত্র দেখা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ঘটেছে রাশিয়ায়। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ফ্রান্স, ইন্দোনেশিয়া, তুরস্ক ও ভারত।

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৩ কোটি ৬৮ লাখ ৬৮ হাজার ৭৯৬। অন্যদিকে করোনায় সারাবিশ্বে এখন পর্যন্ত মারা গেছেন ৫৯ লাখ ৭৪ হাজার ৫৭৬ জনে। আর সুস্থ হয়েছেন ৩৬ কোটি ৮০ লাখ ৬২ হাজার ৩ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ৮ কোটি ৬ লাখ ৪৪ হাজার ৩৪৯ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৭৫ হাজার ১০২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৩০ হাজার ১৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৪ হাজার ৫৪ জনের।

করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে আছে ফ্রান্সে, পঞ্চম স্থানে যুক্তরাজ্য।

আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, জার্মানি সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪১তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
এসএ/