ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

বইমেলায় মোবাইল কোর্টের দণ্ড দেয়ার ভিডিও সরাতে নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ১ মার্চ ২০২২ মঙ্গলবার

বইমেলায় মাস্ক না পরায় এক নারীকে মোবাইল কোর্টের দণ্ড দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সাত দিনের মধ্যে সরাতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে হাই কোর্ট বিভাগ।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী বদরুদ্দোজা বাবু।

আদালত বলেছে, যদি ওই নারী মনে করে মোবাইল কোর্টের দণ্ডটি আইন অনুযায়ী হয়নি, তাহলে সে উপযুক্ত আদালতে প্রতিকার চাইতে পারেন।

মাস্ক না পরে বইমেলায় ঘোরাঘুরি করায় গত ২০ ফেব্রুয়ারি ওই নারীকে দুইশ’ টাকা অর্থদণ্ড দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট। এ সময়ের ভিডিওটি পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

পরে বিষয়টি নিয়ে হাইকোর্ট বিভাগে রিট করেন আইনজীবী বদরুদ্দোজা বাবু।
 
এসি