ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৩ ১৪৩১

সিরিয়ায় শপিং মলে আগুন, নিহত ১১

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৬:২৩ পিএম, ১ মার্চ ২০২২ মঙ্গলবার

সিরিয়ার রাজধানী দামেস্কে শপিং মলে আগুন লেগে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, মঙ্গলবার লা মিরাদা মলে এ আগুনের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। 

কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দামেস্কের এই মলে আগুনে প্রথমে ৫ জনের মৃত্যু ও ৪ জনকে আহত অবস্থায় উদ্ধারের খবর নিশ্চিত করেছিল বিভিন্ন গণমাধ্যম।

সরকারপন্থি সংবাদমাধ্যম আল-ওয়াতানে প্রকাশিত ছবিতে দামেস্কের আল হামরা জেলার ওই শপিং মলের বাইরে দমকল বাহিনীর বড় বড় ট্রাক দেখা যায়।

একটি ছবিতে শপিং মলের পুড়ে যাওয়া প্রতি তলার জানালাগুলো দিয়ে ধোঁয়া বের হতে দেখা গেছে।

এসবি/