ঢাকা, রবিবার   ০২ ফেব্রুয়ারি ২০২৫,   মাঘ ২০ ১৪৩১

স্বৈরশাসকরা মূল্য না দিলে তারা আরো বেশি ক্ষতি করে: বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩ এএম, ২ মার্চ ২০২২ বুধবার | আপডেট: ০৯:৫৯ এএম, ২ মার্চ ২০২২ বুধবার

স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে জো বাইডেন- ছবি: এনবিসি নিউজ

স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে জো বাইডেন- ছবি: এনবিসি নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “নেটো এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে আছে।”

তিনি বলেন, “ইতিহাসে দেখা গেছে, আগ্রাসী আচরণের কারণে স্বৈরশাসকরা যদি মূল্য না দেয়, তাহলে তারা আরো বিশৃঙ্খলা তৈরি করবে।”

তিনি বলেন, “কোন রকম উসকানি ছাড়াই রাশিয়া পূর্ব-পরিকল্পিতভাবে ইউক্রেনে হামলা করেছে।”

বাইডেন বলেন, “স্বাধীনতাকামী জাতিরা একজোট হয়ে আমেরিকার পাশে এসে দাঁড়িয়েছে।” 

“পুতিন ভুল ছিল। আমরা তৈরি ছিলাম,” বলেন প্রেসিডেন্ট বাইডেন।

স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এসব কথা বলেন জো বাইডেন।
সূত্র: বিবিসি
এসএ/