ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

পাথর উত্তোলনে ভাঙনের শঙ্কা (ভিডিও)

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২ মার্চ ২০২২ বুধবার | আপডেট: ১২:৪৫ পিএম, ২ মার্চ ২০২২ বুধবার

নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের ডলুরায় মুক্তিযুদ্ধে শহীদদের গণকবরের পাশের নদী থেকে পাথর তোলা হচ্ছে। এ কারণে তীরের গ্রামগুলো ভাঙ্গনের কবলে পড়ার শংঙ্কা তৈরি হয়েছে।

সুনামগঞ্জের সীমান্তবতী ডালুরা এলাকার চলতি নদী থেকে উত্তোলন করা হচ্ছে পাথর। ৩ থেকে ৪শ’ শ্রমিক পাথর তুলছেন। তারা জানিয়েছেন, স্থানীয় প্রভাবশালীরা প্রশাসনকে ম্যানেজ করেই এ পাথরের ব্যবসা চলছে।

শ্রমিকরা জানান, “সরকার দেয়া নিষেধ মেনে তো চলতে পারছি না। পেটের জ্বালায় এই কাজ করছি।”

পাথর ব্যবসায়ীরা জানান, “পাথর তো নদী থেকে কিনছি না, বাড়িতে দিয়ে যাচ্ছে।”

স্থানীয়রা জানান, ডুলরায় চলতি নদীর পাশে শহীদদের গণকরের পাশে পাথর রাখা হচ্ছে। এতে স্থানটি সৌন্দর্য হারাচ্ছে। পাথর উত্তোলন অব্যাহত থাকলে নদী তীরের গ্রামগুলোও বিলিন হওয়ারও শংঙ্কা তাদের।

গ্রামবাসী জানান, অবৈধভাবে পাথর তুলে তারা লাখ লাখ টাকার মালিক হচ্ছেন। এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

অবৈধভাবে পাথর উত্তোলনের কথা স্বীকার করে জেলা প্রশাসন বলছে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  

সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “যদি কেউ অবৈধভাবে পাথর উত্তোলন করেন বা মওজুদ করেন অথবা বিক্রির পাঁয়তারা করেন, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।”

পাথরখেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। 

এএইচ/