ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

সেমি ফাইনালে উঠেছেন জোহানা কোনতা

প্রকাশিত : ০৫:০৪ পিএম, ৩০ জুন ২০১৭ শুক্রবার | আপডেট: ০৫:১৫ পিএম, ৩০ জুন ২০১৭ শুক্রবার

শীর্ষ বাছাই অ্যাঞ্জেলিক কেরবেরকে হারিয়ে অ্যাগন ইন্টারন্যাশনাল টেনিসের সেমি ফাইনালে উঠেছেন জোহানা কোনতা।
ইস্টবোর্নে প্রথম সেটে জার্মানির অ্যাঞ্জেলিক কেরবেরকে ৬-৩ গেমে সহজেই হারান যুক্তরাজ্যেও জোহানা কোনতা। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন শীর্ষ বাছাই কেরবের। তবে কোনতার পাওয়ার শট ও প্লেসিংয়ের সমামনে কুলিয়ে উঠতে পারেননি এ জার্মান তারকা। ৬-৪ গেমে সেট হেরে বিদায় নেন টুর্নামেন্ট থেকে। আর সেমি ফাইনালে যায়গা করে নেন ইংলিশ তারকা জোহানা কোনতা।