পুঁজিবাজারে সূচক পতনের পাশাপাশি কমেছে লেনদেন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:০৫ পিএম, ২ মার্চ ২০২২ বুধবার | আপডেট: ০৪:০৯ পিএম, ২ মার্চ ২০২২ বুধবার
দুই কার্যদিবস উত্থানের পর ফের সূচকের পতনে লেনদেনের সমাপ্তি হয়েছে দেশের পুঁজিবাজারে। সেই সাথে কমেছে লেনদেনও।
বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র ৫৮টির, কমেছে ২৮৮টির। আর অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা ৩৩টি।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমে নেমে আসে ৬ হাজার ৬৯৯ পয়েন্টে। আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬৫৬ কোটি টাকা। যেখানে গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৯৯ কোটি টাকা।
সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে ২৪ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের।
এএইচ/