ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

খারসন দখলে নিল রুশ সেনারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪২ পিএম, ২ মার্চ ২০২২ বুধবার | আপডেট: ০৫:১৩ পিএম, ২ মার্চ ২০২২ বুধবার

ইউক্রেনের খারকিভ অঞ্চলে পুলিশ ভবনে হামলায় আগুন ধরে যায়।

ইউক্রেনের খারকিভ অঞ্চলে পুলিশ ভবনে হামলায় আগুন ধরে যায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় ঘোষণা করেছে যে তাদের সৈন্যরা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খারসন দখল নিয়ে পূর্ণ কর্তৃত্ব স্থাপন করেছে। খারসন ইউক্রেনের অন্যতম বৃহত্তম শহর।

বিবিসির সংবাদদাতারা জানিয়েছেন, শহরের রাস্তায় রাশিয়ার সৈন্যদের চলাচল দেখা যাচ্ছে।

খারসন শহরের মেয়র এরই মধ্যে জানিয়েছেন শহরের প্রধান ট্রেন স্টেশন এবং বন্দর দখল করা হয়েছে। এদিকে ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর খারকিভ-এর পুলিশ বিভাগের একটি ভবনে রকেট হামলা করেছে রাশিয়া।

ইউক্রেন সরকারের একজন উপদেষ্টা টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায় পুলিশ বিভাগের সে ভবনে আগুন জ্বলছে। তবে ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে ইউক্রেনে হামলার কারণে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে নানামুখি উদ্যোগের পরেও বিশ্ববাজারে মূল্য আরেক দফা বেড়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য এখন ব্যারেল প্রতি বৃদ্ধি পেয়ে ১১৩ ডলার হয়েছে।

২০১৪ সালের পর থেকে এটি সর্বোচ্চ মূল্য।

রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর জ্বালানি তেলের মূল্য ব্যারেল প্রতি বৃদ্ধি পেয়ে ১০০ ডলার হয়েছিল। এক সপ্তাহের মধ্যে আরো ১৩ ডলার বৃদ্ধি পেয়েছে।

এসি