বিউটি অ্যান্ড ফ্যাশন অ্যাওয়ার্ড দিলেন পূর্ণিমা-ওমর সানী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:০৮ পিএম, ২ মার্চ ২০২২ বুধবার | আপডেট: ১২:০৯ এএম, ৩ মার্চ ২০২২ বৃহস্পতিবার
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বিউটি অ্যান্ড ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২১।
এসএম বিউটি একাডেমি এবং আগামীর আয়োজনে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হওয়া এই আয়োজনে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা এবং চিত্রনায়ক ওমর সানী।
মৌসুমী মৌ এর সঞ্চালনায় বিউটি এক্সপার্ট দের এই শো তে জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরি ভাগ করে প্রতি ক্যাটাগরিতে একজনই নমিনেশন পান। একটা ক্যাটাগরিতে একাধিক কাউকে নমিনেশন দেয়া হয়নি।
দেশ সেরা অ্যাওয়ার্ড এর নমিনেশন পেয়েছেন ১৪ জন। বিভাগের সেরা অ্যাওয়ার্ড এর নমিনেশন পেয়েছেন ২৩ জন, জেলা ভিত্তিক সেরা অ্যাওয়ার্ড এর নমিনেশন পেয়েছেন ৪৫ জন। মোট ৮২ জনকে তাদের যোগ্যতার সম্মাননা দেয়া হয়।
দেশ সেরার মধ্যে অন্যতম ছিলো অলরাউন্ডার বেস্ট বিউটি এক্সপার্ট, যার নমিনেশন পেয়েছেন শামীমা আক্তার কুসুম (সানন্দা বিউটি পার্লারের ওনার), যার মাথায় মুকুট পরিয়ে দেন নায়িকা পূর্ণিমা ও নায়ক ওমর সানি। কাকে কিভাবে কোন ক্যাটাগরীতে নমিনেশন দেয়া যায় সেই বিষয়ে তাদের কাজের ছবি এবং ভিডিও সিনিয়র জুরিবোর্ড এর মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হয়।
এসএম বিউটি একাডেমির ব্যাবস্থাপনা পরিচালক আকলিমা আক্তার শান্তার শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। মাহমুদুল হাসান টনির কোরিওগ্রাফিতে জমকালো ফ্যাশন শো, নাচ এবং অনন্যা আচার্য্য’র গান পরিবেশনের পর প্রদান করা হয় সম্মাননা।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন গিতী বিল্লাহ, শারমিন কচি, রাজিয়া সুলতানা, শাহিদা আহসান, জেরিনা আজগার সহ আরো অনেকে বিউটি সেক্টর এর অ্যাওয়ার্ড শো কে আরো আলোকিত করেন। সাদিয়া ইসলাম (সফল নারী উদ্যোক্তা), ফারিয়া মিরর (ব্লগার), লিওনা লিয়েন (ব্লগার), নেহা জেনী (হেনা আর্টিস্ট), রিনটি চৌধুরী (সফল নারী উদ্যোক্তা), মাহফুজা নিলা (সফল নারী উদ্যোক্তা), রুকসানা হুদা (সফল নারী উদ্যোক্তা), বিউটি (সফল নারী উদ্যোক্তা), নওশিন (সফল নারী উদ্যক্তা), সারাহ দিবা চৌধুরী সহ আরো অনেকে।
আয়োজনটির মুল উদ্যোক্তা এস এম বিউটি একাডেমির প্রেসিডেন্ট ময়না আক্তার এবং ম্যানেজিং ডিরেক্টর আকলিমা আক্তার শান্তা বলেন, আমরা ২০১৯ সাল থেকে এই শো এর স্বপ্ন দেখেছি। অনেকেই আমাদের স্বপ্ন চুরি করতে চাইলেও, তা আমরা হতে দেইনি এটাই আমাদের সফলতা। বিউটি সেক্টর এর প্রথম অ্যাওয়ার্ড শো আমরাই আয়োজন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এই স্বপ্নটি পরিপূর্ণ করার সাহস দিয়েছেন আমাদেরই শো অরগানাইজড পার্টনার আগামীর ওনার বাবুল আক্তার বাবলু ভাই, এস এম বিউটি একাডেমি এবং আগামীর যৌথ প্রচেষ্টার ফল আজকের এই সফলতা। বিউটি অ্যান্ড ফ্যাশন অ্যাওয়ার্ডের স্ট্র্যাটেজিক এবং পিআর পার্টনার ছিলো লুমেক্সথ্রিসিক্সটি, ফটোগ্রাফি পার্টনার ছিলো মেমোরি বাসকেট, সাপোর্টিভ পার্টনার ছিলো লাফজ।
এসি