বিশ্বকাপে প্রথম জয়ের সুবাস ছড়াচ্ছে বাঘিনীরা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫৫ এএম, ৫ মার্চ ২০২২ শনিবার | আপডেট: ০৮:৫৭ এএম, ৫ মার্চ ২০২২ শনিবার
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মত সুযোগ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। নিউজিল্যান্ডে প্রস্তুতি দুটি ম্যাচে হারলেও মূল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শুরুটা বেশ ভালো করেছে নিগার সুলতানার দল। দক্ষিণ আফ্রিকাকে ২০৭ রানেই গুটিয়ে দিয়ে ৫৯ রান তুলেছে শামীমা-শারমিনের ওপেনিং জুটি।
ডানেডিনে দক্ষিণ আফ্রিকাকে ইনিংসের এক বল বাকি থাকতে ২০৭ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ নারী দল। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে (প্রতিবেদন লেখা পর্যন্ত) ১৫৯ রান দূরে রয়েছে, লাল-সবুজের দলটির হাতে আছে ১০ উইকেট।
ওপেনার শারমিন সুলতানা ১৬ (৩৬) এবং শারমীন আকতার ২৪(৫২) অবিচ্ছিন্ন থেকে ব্যাটিং করছেন। ১৭ ওভার শেষে দলীয় সংগ্রহ ৫৯।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রোটিয়া ব্যাটারদের কেউ হাফসেঞ্চুরিও করতে পারেননি। সর্বোচ্চ ৪২ রান করেন মারিজান কেপ। ৪১ আসে ওপেনার লরা ভলভার্টের ব্যাট থেকে।
বাংলাদেশি বোলাররদের মধ্যে সবচেয়ে সফল ফারিহা তৃষা। ৩৫ রানে ৩টি উইকেট নিয়েছেন তিনি। জাহানারা আলম ও রিতু মনির শিকার দুটি করে উইকেট।
এএইচ/