ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

হঠাৎ বাঘিনীদের ব্যাটিংয়ে ধস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২ এএম, ৫ মার্চ ২০২২ শনিবার

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মত জয়ের সুবাস ছড়ানোর পর হঠাৎই বাঘিনীদের ব্যাটিংয়ে ধস নেমেছে। শামীমা-শারমিনের ওপেনিং জুটি দলীয় সংগ্রহে ৬৯ রান যোগ করার পর পথ হারায় বাংলাদেশ। ৩৪ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে নিগার সুলতানার দল।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শুরুটা বেশ ভালোই করে নিগার সুলতানার দল। দক্ষিণ আফ্রিকাকে ২০৭ রানেই গুটিয়ে দিয়েছে তারা। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শামীমা-শারমিনের ওপেনিং জুটি এগিয়ে নিয়ে যাচ্ছিল দলকে।

৬৯ রানের মাথায় ভাঙ্গে ওপনিং জুটি। দুই চারে ২৭ রান করে আউট হন শামীমা সুলতানা। দুই ওভার পরে ফিরে যান অপর ওপেনার শারমীন আকতার। ৭৭ বল মোকাবেলায় ৪ বাউন্ডারিয়ে ৩৪ করেনন এই বাঘিনী ওপেনার। 

এরপর ফারজানা হক ৪ এবং ০ রানে ফেরেন মুর্শিদা খাতুন। রুমানা আহমেদ কিছুটা প্রতিরোধের চেষ্টার পথ হারান তিনি। নিজের ২১ রানের মাথায় খাকার বলে ব্যাচ দিয়ে ফেরেন রুমানা। সালমা খাতুন মাত্র ২ রানে ফিরে যান প্যাভিলিয়নে।

নিগার সুলতানা ১৫ এবং ঋতু মনি ৩ রানে ব্যাটিং করছেন। জয় পেতে এখনও বাঘিনীদের ৬৯ বলে ৮৭ রান করতে হবে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রোটিয়া ব্যাটারদের কেউ হাফসেঞ্চুরিও করতে পারেননি। সর্বোচ্চ ৪২ রান করেন মারিজান কেপ। ৪১ আসে ওপেনার লরা ভলভার্টের ব্যাট থেকে।

বাংলাদেশি বোলাররদের মধ্যে সবচেয়ে সফল ফারিহা তৃষা। ৩৫ রানে ৩টি উইকেট নিয়েছেন তিনি। জাহানারা আলম ও রিতু মনির শিকার দুটি করে উইকেট।

এএইচ/