এক পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৪৫ পিএম, ৫ মার্চ ২০২২ শনিবার | আপডেট: ০২:৪৯ পিএম, ৫ মার্চ ২০২২ শনিবার
টসের মুহূর্ত
সফরকারী আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে একটিমাত্র পরিবর্তন নিয়ে মাঠে নামল বাংলাদেশ। সিরিজ জয় ও হোয়াইটওয়াশের লক্ষ্যে এই ম্যাচেও টস জিতে আগে ব্যাটিং নিয়েছে টাইগাররা।
শনিবার ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টসে জয় লাভ করে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
এর আগে প্রথম ম্যাচে ৬১ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। তাই এই ম্যাচটি জিতলে সিরিজ জয়ের পাশাপাশি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে আসবে টাইগাররা। অন্যদিকে আফগানিস্তান নেমে যাবে দশম স্থানে। বর্তমানে আফগানিস্তান অষ্টম ও বাংলাদেশ নবম স্থানে রয়েছে।
এদিকে, ফিট হয়ে ওঠায় একাদশে সুযোগ পেয়েছেন মুশফিকুর রহিম। যিনি বাংলাদেশের হয়ে খেলবেন নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচ। বিশ্বকাপের পর এবারই প্রথম একাদশে ফিরলেন মুশফিক। মুশফিক ফেরায় জায়গা হারিয়েছেন ইয়াসির আলী চৌধুরী।
বাংলাদেশ একাদশ
মুনিম শাহরিয়ার, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন ধ্রুব, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ
হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), উসমান গনি, দরবেশ রাসুলি, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, করিম জানাত, রশিদ খান, ফজল হক ফারুকী ও শরাফুদ্দিন।
এনএস//