মুশফিকের ‘সেঞ্চুরি’!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:২৫ পিএম, ৫ মার্চ ২০২২ শনিবার | আপডেট: ০৪:২৭ পিএম, ৫ মার্চ ২০২২ শনিবার
শততম ম্যাচে ৩০ রানে ফিরলেন মুশফিকুর রহিম, ছবি- একুশে টিভি।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ছিলেন না, তবে দ্বিতীয় ম্যাচে নেমেই অন্যরকম এক ‘সেঞ্চুরি’ পূরণ করলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম টি-টোয়েন্টি খেলার কীর্তি গড়লেন এই উইকেটকিপার ব্যাটার। প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ।
শনিবার বিকেলে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেও বিশ্বের আরও ১০ জনের শতাধিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে। অর্থাৎ টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে ম্যাচের সেঞ্চুরি পূরণ করলেন মি. ডিপেন্ডেবল।
২০০০ সালে টেস্ট অভিষেক হলেও ২০০৬ সালে ২৮ নভেম্বরে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ। অভিষেক ম্যাচে মুশফিকও ছিলেন দলের অংশ। গত ১৫ বছরে বাংলাদেশ দল ১২৬টি এই সক্ষিপ্ততম ওভারের ম্যাচ খেললেও এর মধ্যে ২৬টিতেই ছিলেন না মুশফিক।
তবে দলের ১২৭তম ম্যাচে এসে সেঞ্চুরি পূর্ণ করলেন মুশি। ২৫ বলে ৩০ করে আউট হন তিনি। তার পরেই সেঞ্চুরির অপেক্ষায় আছেন সাকিব আল হাসান। এই অলরাউন্ডারের ম্যাচ সংখ্যা এখন ৯৬। তবে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মাহমুদউল্লাহর, ১১৫টি। প্রথম বাংলাদেশী হিসেবে ২৪.১২ গড়ে রান করেছেন দুই সহস্রাধিক (২০০২)।
আর ১০০ ম্যাচ খেলা মুশফিকের রান এখন ২০.১১ গড়ে ১ হাজার ৪৯৫। কোনও সেঞ্চুরি না থাকলেও আছে ৬টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ রান অপরাজিত ৭২। কুড়ি ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলা মাহমুদউল্লাহরও আছে ৬টি হাফসেঞ্চুরি। তার পিছে থাকা (দুই নম্বরে) সাকিব ৯৫ ম্যাচে ৯ হাফসেঞ্চুরিতে করেছেন ১ হাজার ৮৯৯ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ১২৪টি করে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে রোহিত শর্মার ও শোয়েব মালিকের। পাকিস্তানের আরেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ খেলেছেন ১১৯টি ম্যাচ। ইংলিশ ব্যাটার ইয়ন মরগ্যান ও মাহমুদউল্লাহ যৌথভাবে ১১৫টি ম্যাচ খেলে আছেন চার নম্বরে।
এদিকে, কিউয়ি ব্যাটার মার্টিন গাপটিল ১১২ ম্যাচ খেলেছেন। আইরিশ ব্যাটার কেভিন ও’ ব্রায়েন খেলেছেন ১১০ ম্যাচ। পল স্টার্লিং ও রস টেইলর ১০২টি ম্যাচ করে খেলেছেন। আর ক্যারিবীয় ব্যাটার কাইরন পোলার্ড খেলেছেন ১০১ ম্যাচ।
এনএস//