ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মারিউপোল থেকে মানুষকে সরিয়ে নেয়ার কাজ স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১ পিএম, ৫ মার্চ ২০২২ শনিবার

মারিউপোলের বাসিন্দাদের একটি অংশ

মারিউপোলের বাসিন্দাদের একটি অংশ

মারিউপোলের পৌর কর্তৃপক্ষ বলছে, ইউক্রেনের এই শহর থেকে বেসামরিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে। তাদের অভিযোগ, যুদ্ধবিরতির ঘোষণা করা হলেও রুশ পক্ষ তা পালন করছে না।

বাসিন্দাদের বলা হয়েছে, শহরের মধ্যে ছড়িয়ে পড়তে এবং নিরাপদ আশ্রয় খুঁজে নিতে।

শহরটির ডেপুটি মেয়র সেরহাই অরলভ জানিয়েছেন, মারিউপোলের ওপর এখনও রুশ গোলাবর্ষণ চলছে। তিনি বলেন, “রুশরা আমাদের ওপর এখনও বোমা ফেলছে। এখনও তারা আমাদের ওপর গোলাবর্ষণ করে চলেছে।“

শহরটির বেসামরিক লোকজনকে যে পথ দিয়ে নিয়ে যাওয়া হবে, তার শেষভাগে এখনও লড়াই চলছে বলেও খবর পাওয়া যাচ্ছে।

সেরহাই অরলভের অভিযোগ, “মারিউপোলে কোনো যুদ্ধবিরতি নেই, শরণার্থী যাতায়াতের পথেও কোনো যুদ্ধবিরতি নেই। আমাদের বেসামরিক মানুষ শহর ছাড়তে চায়। কিন্তু তারা গোলাবর্ষণের হাত থেকে বাঁচতে পারছে না।“ সূত্র- বিবিসি।

এনএস//