ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

রূপগঞ্জে পোশাক কারখানায় আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯ পিএম, ৫ মার্চ ২০২২ শনিবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিকদার অ্যাপারেলস নামের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত সোয়া নয়টার দিকে কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। তবে এখনও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, শিকদার অ্যাপারেলস নামের পোশাক কারখানার ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। কারখানা সংশ্লিষ্টদের মাধ্যমে আগুন লাগার খবর জানতে পারি। এরপর ডেমরা-কাঞ্চন, আড়াইহাজারসহ ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। যা এখনও চলমান রয়েছে।    

প্রত্যক্ষদর্শীর ও শ্রমিকরা জানান,খাতুন এলাকায় অবস্থিত সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড কারখানায় প্রায় ২ হাজার শ্রমিক কাজ করেন। রাত সোয়া ৯ দিকে কারখানার নিটিংস সেকশনে হঠাৎ করে আগুন লেগে যায়। এসময় কারখানায় কর্মরত শ্রমিকরা আগুন দেখে আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করেন। আগুন  করে চিৎকার শুরু করলে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসে এবং আগুন নেভানোর চেষ্টা চালায়।
কিন্তু আগুনের লেলিহান শিখা বাড়তেই থাকে এবং পুরো পোশাক কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। রাত পৌনে দশটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফয়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কেআই//