ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

২৮ বাংলাদেশী নাবিককে রোমানিয়ায় সরিয়ে নেয়া হয়েছে: মোমেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩ এএম, ৬ মার্চ ২০২২ রবিবার

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন নিশ্চিত করেছেন ‘বাংলার সমৃদ্ধি’  নামক বাংলাদেশী জাহাজের আটকে পড়া ২৮ নাবিককে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে নিরাপদে রোমানিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে।

জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে যোগদানের পর শনিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা ২৮ জন আটকে পড়া বাংলাদেশী নাবিককে রোমানিয়ায় সরিয়ে নিয়েছি এবং তারা শিগগির দেশে ফিরে আসবেন।’

বাংলাদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় ভারত সরকারের সহযোগিতার বিষয়ে এক উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ভারত সরকারের সঙ্গে ক্রমাগত আলোচনা করছি এবং যুদ্ধক্ষেত্র থেকে আমাদের লোকদের সরিয়ে নিতে সাহায্য করছে তারা।’

ইউক্রেনের একটি বন্দরে আটকে থাকা জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে গত বুধবার এক বাংলাদেশি নাবিক নিহত হন। হামলার পর পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় আটকে পড়া নাবিকদের ইউক্রেনের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউক্রেনে সশস্ত্র সংঘাতের মধ্যে বাংলাদেশী নাবিকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশস্থ রাশিয়ান দূতাবাস। এছাড়া  জাহাজটির নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে ঢাকাকে আশ্বাস দিয়েছে।

রাশিয়ান দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘আমরা নিহতদের নিকটাআত্মীয় ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইউক্রেনের অলিভিয়া বন্দরে নোঙর করা এমভি বাংলার সমৃদ্ধির তৃতীয় প্রকৌশলী বাংলাদেশী নাবিক হাদিসুর রহমান নিহত হওয়ার পারিপার্শ্বিকতা খতিয়ে দেখা হচ্ছে’।

এএইচ/