করমজলে ফের ডিম দিল কচ্ছপ বাটাগুর বাসকা
মোংলা প্রতিনিধি
প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৬ মার্চ ২০২২ রবিবার
সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে আবারও ডিম দিয়েছে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকা।
রোববার (৬ মার্চ) সকালে ওই কেন্দ্রের পুকুর পাড়ে ৩৪টি ডিম দেয় কচ্ছপটি। এই তথ্য নিশ্চিত করেন করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির।
তিনি বলেন, ডিমগুলো ইনকিউবেশনে (বালুর মধ্যে) রাখা হয়েছে। ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে এই ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে।
এর আগে ২০১৭ সালে দুটি কচ্ছপের ৬৩টি ডিম থেকে বাচ্চা হয় ৫৭টি, ২০১৮ সালে ৪৬টি ডিম থেকে ২১টি বাচ্চা, ২০১৯ সালে ৩২টি ডিম থেকে ৩২টি বাচ্চা এবং ২০২০ সালে ৩৫টি ডিমের মধ্যে ৩৪টি বাচ্চা পাওয়া যায়।
এসব বাচ্চা থেকে ১২টি কচ্ছপ সুন্দরবনের বিভিন্ন নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানান বন কর্মকর্তা আজাদ কবির।
তিনি আরও বলেন, বর্তমানে করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ৪৩৬টি কচ্ছপ রয়েছে। ২০১৪ সালে ৯৪টি ছানাসহ ৮টি বাটাগুর বাসকা করমজল কৃত্রিম প্রজনন কেন্দ্রে নিয়ে আসা হয়।
এএইচ/