আগুনে তেল ঢালবেন না, ব্লিংকেনকে চীনা পররাষ্ট্রমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:১৫ পিএম, ৬ মার্চ ২০২২ রবিবার
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: বিবিসি
ইউক্রেন পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে এমন কোনো কিছু চীন আর দেখতে চায় না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে ফোনালাপে ওয়াং বলেন, সংলাপ ও আলোচনার মাধ্যমে ইউক্রেন সঙ্কটের সমাধান হওয়া উচিত এবং রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউরোপিয় ইউনিয়নের সমানভাবে সংলাপ চালানো উচিত।”
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।
রাশিয়ার নিরাপত্তার ওপর ন্যাটোর নেতিবাচক প্রভাবের দিকেও নজর রাখা উচিত বলে মনে করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
“উত্তেজনা কমানো ও রাজনৈতিক মীমাংসার সব ধরনের প্রচেষ্টার প্রতি চীনের সমর্থন রয়েছে। একইসঙ্গে কূটনৈতিক সমাধানের বিরোধী আগুনে তেল ঢালতে পারে, এমন যে কোনো পদক্ষেপের বিপক্ষে,” বলেন ওয়াং।
অন্যদিকে ফোনালাপে ব্লিংকেন জোর দিয়ে বলেছেন, ইউক্রেনে ‘পূর্বপরিকল্পিতভাবে কোনোরকম উসকানি ছাড়া অন্যায় যুদ্ধ শুরু করায় মস্কোকে চরম মূল্য দিতে হবে’।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
“কোন কোন দেশ স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণ ও সার্বভৌমত্বের পক্ষে দাঁড়ায় তা বিশ্ব দেখছে।"
এএইচএস/এসবি