ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

জায়েদ খানকে বয়কটের ঘোষণা ১৮ সংগঠনের

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০১:১৯ পিএম, ৬ মার্চ ২০২২ রবিবার

চিত্রনায়ক জায়েদ খানকে বয়কটের ঘোষণা দিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠন।

শনিবার এফডিসিতে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ১৮ সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

এসব সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা জায়েদ খানকে নিয়ে কোনো সিনেমা করবে না। 

সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ছাড়া প্রযোজক সমিতি, পরিচালক সমিতিসহ এফডিসির প্রায় সব সংগঠনই রয়েছে।

এ বিষয়ে জায়েদ খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শিল্পী সমিতির নিরবাচনের পর থেকেই উত্তপ্ত এফডিসি। সম্পাদক পদ নিয়ে চিত্রনায়িকা নিপুণ ও জায়েদের দ্বন্দ্ব আদালত পর্যন্তও গড়ায়। 

কয়েক দফা শুনানির পর গত ২ মার্চ হাইকোর্ট রায় দেয় জায়েদ খানের পক্ষে। 

হাইকোর্টের রায় পেয়ে ওইদিনই এফডিসিতে গিয়ে সংবাদ সম্মেলন করেন জায়েদ খান।

এরপর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয় বারের মতো শপথ নেন তিনি।

এএইচএস/এসবি