ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

সরকারের কোভিড সংক্রান্ত তথ্য হালনাগাদে রেড ক্রিসেন্টের কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ৭ মার্চ ২০২২ সোমবার

সারাদেশে কোভিড-১৯ সংক্রান্ত সকল ধরণের তথ্য হালনাগাদের উদ্যোগ গ্রহণ করেছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। এ লক্ষ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির ৬৩জন সহ সারাদেশ থেকে বাছাই করে ৭৯ জন স্বেচ্ছাসেবককে দায়িত্ব দেয়া হয়েছে।

সোমবার (৭ মার্চ) উক্ত স্বেচ্ছাসেবকদের তথ্য হালনাগাদ ও সাংগঠনিক বিষয়ে সঠিক দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে একদিনের কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। 

সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ এবং ডিজেস্টার রেসপন্স বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মশালায় বাংলাদেশ সরকার ও রেড ক্রিসেন্টের বিভিন্ন নীতিমালা বিষয়ে সম্মক ধারণা দেয়া হয় স্বেচ্ছাসেবকদের। এছাড়াও তথ্য সংগ্রহ ও সমন্বয়ে কৌশলগত দিকনির্দেশনা দেয়া হয় কর্মশালায়। 

এ দিন সকালে কর্মশালার উদ্বোধন করেন সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌হাব ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির।

উদ্বোধনী বক্তব্যে এটিএম আবদুল ওয়াহ্‌হাব বলেন, কোভিড-১৯ মোকাবেলায় শুরু থেকেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যৌথভাবে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে যৌথ এ উদ্যোগে দেশের ৭০ভাগ মানুষকে প্রথম ডোজ ভ্যাকসিনের আওতায় আনা গেছে। 

আহমেদুল কবির বলেন, তথ্য হালনাগাদের মতো চ্যালেঞ্জিং এই কাজে স্বাস্থ্য অধিদপ্তরের ১৬ জন স্বেচ্ছাসেবকের সাথে কাজ করছে রেড ক্রিসেন্টের ৬৩ জন স্বেচ্ছাসেবক। এসময় তিনি কোভিড-১৯ কার্যক্রমে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের কাজের প্রশংসা করে বলেন, ‘জাতির ক্রান্তিকালে আপনারা কোভিড মোকাবেলায় যে ভূমিকা রেখেছেন, তার স্বীকৃতি দিয়ে আপনাদের অনুপ্রাণিত করতে আজকের এই কর্মশালায় আমি উপস্থিত হয়েছি।’ মানবতার সেবায় সরকারের বিভিন্ন কাজে আগামীতেও রেড ক্রিসেন্টের সহযোগিতা চান তিনি।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এবং ইউএসএইডের আর্থিক সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার, স্বাস্থ্য বিভাগের পরিচালক জয়নাল আবেদিন, আইএফআরসির হেড অফ ডেলিগেশন সঞ্জীব কুমার কাফলে সহ স্বাস্থ্য অধিদপ্তর ও সোসাইটির উর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি থেকে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে তথ্য সংগ্রহ ও সমন্বয়ে দায়িত্ব পালন করছেন সারাদেশের ৭৯জন স্বেচ্ছাসেবক।

এসি