ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

২৪ ঘণ্টায় বাড়ল মৃত্যু ও শনাক্ত উভয়ই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ৮ মার্চ ২০২২ মঙ্গলবার

দেশে গত ২৪ ঘণ্টায় আবারো বেড়েছে করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। এসময়ে মৃত্যু হয়েছে ৭ জনের এবং শনাক্ত হয়েছেন ৪৪৬ জন। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ৪ জন ও ৪৩৬ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৬ জনে এবং আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জনে। শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬২ জন। যা নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ১৮ লাখ ৪৯ হাজার ৯৪৬ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ১৫৪টি নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে পরীক্ষা করা হয় ১৯ হাজার ৯৬৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৩৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে ১ জন মারা গেছেন।

এনএস//