ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

সংক্রমণ কমলেও শঙ্কামুক্ত নয় বাংলাদেশ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯ পিএম, ৮ মার্চ ২০২২ মঙ্গলবার

দেশে করোনা শনাক্তের দুই বছরে সংক্রমণ কমলেও এখনও বাংলাদেশ শঙ্কামুক্ত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞারা। তারা বলছেন, বিশ্বে করোনা নির্মূল না হওয়া পর্যন্ত নতুন করে সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। তবে টিকা নেয়ায় ঝুঁকি কম হবে। এ অবস্থায় জনস্বাস্থ্য কেন্দ্রীক স্বাস্থ্য কাঠামো গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের।

চীনের উহানে প্রথম করোনা শনাক্ত হয় ২০১৯ সালের ডিসেম্বরে। ক্রমশ তা ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।

বিশ্ব পরিসংখ্যানমূলক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার-এর তথ্য বলছে, আক্রান্তের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৪১ তম। দুই বছরে ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৯৬ জনের। করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৪৯ হাজার ৯৪৬ জন। 

আর এর ফলে উদ্বেগ উৎকণ্ঠা, সামাজিক-মানসিক চাপ ছাড়াও অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়ে দেশ। বিচক্ষণতার সাথে সামালও দেয় সরকার।

বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালগুলোর সক্ষমতা বাড়লেও এখনো জনস্বাস্থ্যভিত্তিক স্বাস্থ্য কাঠামো গড়ে ওঠেনি।
  
আইইডিসিআর-এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক আহমেদ বলেন, করোনার ডেল্টা ও ওমিক্রণ ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ রেখার শীর্ষে ওঠে শনাক্ত ও মৃত্যু রেখা। দৈনিক শনাক্ত হার ২ শতাংশে নেমে আসলেও তাই এখনও স্বস্তি ফেরেনি।

এদিকে, ভ্যাকসিন কার্যক্রমে সফল বাংলাদেশ। ৭৫ শতাংশ মানুষ টিকার আওতায় এসেছে। আর একারণেই পরবর্তীতে নতুন করে সংক্রমণ দেখা দিলেও ঝুঁকি কম হবে বলেই মনে করেন আইইডিসিআর-এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।

ইউরোপে যুদ্ধ পরিস্থিতির কারণেও বিশ্বে সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে বলেই মনে করছেন তিনি।

ভিডিওতে দেখুন-

এনএস//