ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২০ ১৪৩১

তৃতীয়বারের মতো মানবিক করিডোরের প্রস্তাব রাশিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৯ মার্চ ২০২২ বুধবার | আপডেট: ১২:৪৮ পিএম, ৯ মার্চ ২০২২ বুধবার

পোলতাভার উদ্দেশ্যে বাসে করে যাচ্ছেন যুদ্ধ আক্রান্ত শহরের বাসিন্দারা- ছবি: বিবিসি

পোলতাভার উদ্দেশ্যে বাসে করে যাচ্ছেন যুদ্ধ আক্রান্ত শহরের বাসিন্দারা- ছবি: বিবিসি

রাশিয়ার রাষ্ট্রীয় মাধ্যম জানিয়েছে, বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে সুযোগ দেয়ার জন্য রাশিয়া মানবিক করিডোর ঘোষণা করেছে। এই সপ্তাহে তৃতীয়বারের মতো এ ধরনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো।

রাশিয়ার স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর একটা) থেকে এই করিডোর কার্যকর হবে।

কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ, মারিউপোল শহরের বাসিন্দারা নিরাপদ করিডোর ব্যবহারের সুযোগ পাবেন।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবারের যুদ্ধবিরতিতে তারা সুমি শহর থেকে পাঁচ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছেন। তবে চেরনিহিভ শহরে রাশিয়ার গোলা হামলার কারণে এ ধরনের উদ্যোগ ভেস্তে গেছে।

এদিকে কিয়েভ জানিয়েছে, উত্তর-পূর্বের শহর সুমি থেকে বেসামরিক মানুষজনকে সম্পূর্ণভাবে সরিয়ে আনা গেছে।

প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কির দপ্তরের একজন কর্মকর্তা কাইরিলো তাইমোশেঙ্কো জানিয়েছেন, শহর থেকে পাঁচ হাজার মানুষ এবং এক হাজার ব্যক্তিগত গাড়ি নিরাপদ অবস্থানে চলে গেছে।

রাশিয়ার সীমান্তবর্তী সুমি শহরে গত কয়েকদিন ধরে ভারী গোলাবর্ষণ করছে রুশ সৈন্যরা।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুধুমাত্র সোমবার শহরটিতে ২২ জন নিহত হয়েছে, তাদের মধ্যে শিশুও রয়েছে।

সূত্র: বিবিসি
এসএ/