পর্দায় একসঙ্গে উড়বেন হৃতিক-দীপিকা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:০৫ পিএম, ৯ মার্চ ২০২২ বুধবার | আপডেট: ০২:০৬ পিএম, ৯ মার্চ ২০২২ বুধবার
বলিউডের দুই বিখ্যাত তারকা দীপিকা পাডুকোন ও হৃতিক রোশন। নিজেদের অভিনয় শৈলি দিয়ে ইতিমধ্যেই তারা চলে গেছে অনন্য উচ্চতায়। তবে জুটি হয়ে তাদের পর্দায় দেখা যায়নি কখনও। এবার ভক্তদের চমক দিয়ে প্রথমবারের মত জুটি বাঁধলেন তারা। ‘ফাইটার’ নামক এক সিনেমাতে দেখা মিলবে তাদের।
সিনেমাটির ঘোষণা এসেছিলো ২০২১ সালের জানুয়ারিতে। সবকিছু ঠিক মত চললে এটি মুক্তি পাবে ২০২৩-এ গান্ধী জয়ন্তীতে। এখন পর্যন্ত মুক্তির তারিখ হিসেবে ওই বছর ২ অক্টোবরকেই ধার্য করে রেখেছে প্রযোজক সংস্থা।
বিভিন্ন সূত্রে জানা গেছে, চলতি বছরের আগস্টের শেষ ভাগে কিংবা সেপ্টেম্বরে শুরু হবে শুটিং।
এই মুহূর্তে ‘বিক্রম বেদা’র শুটিং নিয়ে দারুণ ব্যস্ত রয়েছেন হৃতিক। আগামী মে মাসের মধ্যেই সেই সিনেমার শুটিং শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে। এরপরেই ‘ফাইটার’র জন্য প্রস্তুতি শুরু করে দেবেন বলিউডের গ্রিক গড। ‘বিক্রম বেদা’ সিনেমার জন্য যে ওজন বাড়িয়েছেন হৃতিক, তা সামান্য কমানোর পাশাপাশি একজন পাইলটের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে চেষ্টা শুরু করে দেবেন।
অপরদিকে ‘পাঠান’ সিনেমার শুটিংয়ের জন্য শাহরুখ ও জনের সঙ্গে স্পেনে রয়েছেন দীপিকা। সেই শিডিউল শেষ হলে শুরু হবে প্রভাস ও অমিতাভ বাচ্চনের সঙ্গে ‘প্রজেক্ট কে’র শুটিং পর্ব। এরপর ‘দ্য ইন্টার্ন’র রিমেকের কাজ শুরু করে দেবেন তিনি। এসব চুকিয়ে তবেই সেপ্টেম্বর নাগাদ ‘ফাইটার’র শুটিং শুরু করবেন দীপিকা।
চলতি বছর জানুয়ারিতে মুক্তি পেয়েছিল পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’-এর টিজার। এর চিত্রনাট্যে দেশাত্মবোধর চিত্র ফুটে উঠবে বলেই ধারণা দিয়েছেন পরিচালক। আন্তর্জাতিক দর্শকদের কথা মাথায় রেখেই তৈরি হবে সিনেমটি। ‘ফাইটার’ কেবল হিন্দিতেই নয়, মুক্তি পাবে তামিল, তেলেগু, মালয়ালম ভাষাতেও।
সূত্র: হিন্দুস্থান টাইমস
আরএমএ/ এসএ/