ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২০ ১৪৩১

‘নিবন্ধিত প্ল্যাটফর্ম ছাড়া বিনিয়োগ করলে দায় সরকার নেবে না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ৯ মার্চ ২০২২ বুধবার | আপডেট: ০৪:২৮ পিএম, ৯ মার্চ ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাণিজ্য মন্ত্রণালয়ে নিবন্ধিত ই-কমার্স প্ল্যাটফর্ম ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে সেই দায় সরকার নেবে না।

বুধবার দুপুরে সচিবালয়ে কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল আয়োজিত অনুষ্ঠানে একথা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি বলেন, গ্রাহক সচেতন না হয়ে ভুল জায়গায় বিনিয়োগ করলে সেই টাকা উদ্ধার করা অনেক কঠিন। যে সকল ই-কমার্স প্রতিষ্ঠান মন্ত্রণালয় থেকে নিবন্ধন নিয়েছে, তাদের নাম ওয়েবসাইটে দেয়া আছে, সব কিছু যাচাই-বাছাই করে বিনিয়োগের পরামর্শ দেন তিনি। 

আইনি জটিলতা দূর হলে টাকা ফেরত দেয়া আরও সহজ হবে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। 

বাংলাদেশ ডিল, দালাল প্লাস, আনন্দের বাজার- এই ৩টি ই-কমার্স প্রতিষ্ঠানের ১৪ জন ক্ষতিগ্রস্ত গ্রাহককে আজ ১২ লাখ টাকা ফেরত দেয়া হয়। 

৩১শে মার্চ পর্যন্ত আবেদনকারী ক্ষতিগ্রস্তদের টাকা ফেরতের ব্যবস্থা করবে এই সেল। 

এএইচ/